ইতালিতে বাংলাদেশিদের তুষার ভ্রমণ

ইতালি প্রতিনিধি (ইসমাইল হোসেন স্বপন)

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

বাংলাদেশিদের তুষার ভ্রমণ। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশিদের তুষার ভ্রমণ। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্রবাস জীবনের কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় তুষার ভ্রমণ করেছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 

গত শনিবার (২০ জানুয়ারি) রূপকথা ট্যুরিজমের আয়োজনে প্রায় দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী বোলজানোর কানাজেইয়ি, ডলোমাইট গিরিপথ ভ্রমণে অংশ নেন।

রুহুল আমিন মান্নার তত্বাবধানে থিয়েনো ও ভিচেন্সার শিবলী সাদিক, মোহাম্মদ হায়দার, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন, মো. আরিফুর রহমান, মো. আলামিন, জুয়েল আহমেদসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা এই তুষার আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।

তুষার ভ্রমণে যাত্রাপথে বাসের মধ্যে বিভিন্নরকম গানের তালে সবাই হৈ-হুল্লোড় করে বিনোদনে মেতে উঠেন। তুষার ভ্রমণে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সবাই ছিলেন মুগ্ধ। 

পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের ইতালি প্রবাসী বাংলাদেশিদের। 

তুষার ভ্রমণে বিভিন্ন রকমের বাংলা গান, কবিতা আবৃত্তি, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং নানারকম সুস্বাদু খাবার দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh