চকরিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম

চকরিয়া থানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

চকরিয়া থানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মানাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তমজিদ। এসময় তিনি অসাবধানতাবসত পা পিছলে তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তমজিদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh