করোনা শনাক্তের হার পাঁচের ওপরে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

করোনা টেস্ট। ফাইল ছবি

করোনা টেস্ট। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। এই সময়ের মধ্যে করোনায় কেউ মারা যাননি। তবে প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১৯ শতাংশ।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৭৯ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৬৫১ জন।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৮টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh