সহযোগী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

আওয়ামী লীগের লোগো। ফাইল ছবি

আওয়ামী লীগের লোগো। ফাইল ছবি

আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় এই সভা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার বিকাল ৩টায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh