ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

জেলা ও দায়রা জজ আদালত, ঝিনাইদহ। ছবি: সাম্প্রতিক দেশকাল

জেলা ও দায়রা জজ আদালত, ঝিনাইদহ। ছবি: সাম্প্রতিক দেশকাল

ঝিনাইদহে মাদক মামলায় কামরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন। 

কামরুল কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে কামরুল ইসলামের বাড়িতে ফেন্সিডিল ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল পালিয়ে গেলেও বাড়ি তল্লাশী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ওই দিনই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে কামরুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। 

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh