খাবারের মূল্য হ্রাসের দাবিতে তিন হোটেলে তালা

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

খাবারের দোকানে তালা। ছবি: সাম্প্রতিক দেশকাল

খাবারের দোকানে তালা। ছবি: সাম্প্রতিক দেশকাল

খাবারের মূল্য হ্রাসের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিনটি হোটেল তালাবদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেল, চড়ুইভাতি রেস্তোরাঁ ও মক্কা হোটেল নামে তিনটি খাবারের দোকানে তালা দেয়া হয়।

এরপর বিষয়টি সমাধানের জন্য বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে শিক্ষার্থী ও দোকানিদের নিয়ে বসে খাবারের নতুন মূল্য নির্ধারণ করা হয়। মূল্য তালিকা নির্ধারণ শেষে শিক্ষার্থীদের দোকানের তালা খুলে দেয়।

নতুন মূল্য তালিকা অনুসারে- দুই পিছ গরুর মাংস ৫৫ টাকা, চার পিছ গরুর মাংস ১০০ টাকা, ব্রয়লার মুরগী এক পিছ ৪৫ টাকা, কক মুরগী ৪ পিছ ১০০ টাকা, ডাল ৫ টাকা, ভাতের সাথে সবজি ২০ টাকা, মাছ ভর্তা ২০ টাকা, আলু ভর্তা ১০ টাকা, শুটকি ভর্তা ১৫ টাকা, পরোটা ১০ টাকা, ডিমের সাথে ডাল ২০ টাকা, তেহেরী ৪৫ টাকা, সিংগারা-সমুচা ৮ টাকা, ভাত ১০ টাকা, মুরগী মাসালা ৫০ টাকা, রুই মাছ ৭০ টাকা, তেলাপিয়া ৪৫ টাকা, পাবদা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে তালা লাগানো সাধারণ শিক্ষার্থীরা একমত পোষণ করেছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী এম এইচ সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের হস্তক্ষেপে আমরা নতুন মূল্য তালিকা পেয়েছি। এই মূল্য তালিকা আমাদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। এই তালিকা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে বাইরের হোটেল-রেস্টুরেন্ট আছে তাদের মালিকপক্ষের সাথে কথা বলেছি৷ তারা শুধু শিক্ষার্থীদের জন্যই বেশ কিছু খাবারের দাম কমিয়েছে৷ আশা করি দ্রুত তারা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করবে৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh