তানজানিয়ায় খনি ভূমিধসে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১০:০৪ এএম

শ্রমিকরা খনন শুরুর পর এ ভূমিধস হয়। ছবি: বিবিসি

শ্রমিকরা খনন শুরুর পর এ ভূমিধস হয়। ছবি: বিবিসি

তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি অবৈধ খনিতে ভূমিধসে বাইশ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শ্রমিকরা খনন শুরুর পর এ ভূমিধস হয়। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজও ভালোভাবে পরিচালিত করা যায়নি।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন।

সিমালেঙ্গা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল খনুতে ১৯ থেকে ২০ জন আটকা পড়েছে। কিন্তু পরবর্তীতে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই অঞ্চলের ফায়ার অ্যান্ড রেসকিউ ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার ফাউস্টিন এমটিটু বার্তা সংস্থা এএফপিকে জানান, অনুসন্ধান শেষ করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও মৃতদেহ আটকে নেই।

জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানান, সরকার নিরাপত্তা ব্যবস্থা আনার আগে প্রায় তিন সপ্তাহ আগে খনিজসমৃদ্ধ এলাকায় খনন শুরু করেছিল লোকজনের দল। চলমান ভারী বৃষ্টির কারণে এলাকাটি সীমাবদ্ধ ছিল, যার ফলে আকস্মিক বন্যা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh