স্প্যানিশ সুপার কাপ ফাইনাল: রিয়ালের ১৩ নাকি বার্সার ১৫

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম

এল ক্লাসিকোর দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল। ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোর দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মরুর বুকে আরেকটি এল ক্লাসিকোর দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল। রিয়াদে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঠিক যেন গত আসরের পুনরাবৃত্তি। 

সৌদি আরবের রিয়াদে আজ রবিবার (১৪ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায়।

নতুন বছরের শুরুতেই প্রথম শিরোপার হাতছানি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে। নিশ্চিতভাবেই শিরোপা পুনরুদ্ধারে ক্ষুধার্ত হয়ে আছে রিয়াল। হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী অল হোয়াইট বস কার্লো আনচেলত্তি।

স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। ২৫ বার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে ১৪ বার শিরোপা জিতেছে ব্লাউগ্রানারা। রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা ১২। দেখার পালা আজ কার সংখ্যা বাড়ে। রিয়ালের ১৩ হয় নাকি বার্সেলোনার ১৫।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh