বিসর্জন

তামিম ইসলাম

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

আমি চাই মৃত্যু তোমাকে গ্রাস করুক।
হারিয়ে যাও তুমি পৃথিবীর বুক থেকে।
হারিয়ে যাও তুমি আমার বুক থেকে।
আমি চাই তোমার মৃত্যু হোক।
প্রচণ্ড দাবানলে পুড়ে যাক সব শুকনো পাতা,
প্রবল বন্যায় ভেসে যাক যতো অনাবাদি জমি,
ভেঙে পড়া ব্রিজের এক খণ্ড সিমেন্টের নিচে
চাপা পড়ে থাকুক স্বর্গের অপ্সরী,
রোদগলা পিচে ষোলো টন ট্রাকের নিচে
পিষ্ট হোক সব স্বপ্ন, ভেঙে চুরমার হয়ে যাক
মগডালে থাকা পাখির বাসা,
তাজা রক্তের স্রোতে ডুবে যাক আমাদের ঘর।

আমি চাই না শীতের সকালের কুয়াশা তুমি দেখো,
আমি চাই না ধোঁয়া ওঠা দুধ চায়ে আর চুমুক দাও তুমি,
তোমার পাঁজরের সব হাড় গুঁড়িয়ে যাক স্টিম রোলারের চাকায়-
যেভাবে আমি পিষে মরছি প্রতিনিয়ত, প্রতিক্ষণ,
নরকের যন্ত্রণা হয়তো এর চেয়ে কম হতো-
যতো না আমার হয় তোমার শ্বাস চলায়।
আমি চাই মৃত্যু তোমাকে গ্রাস করুক,
আমি চাই মৃত্যু হোক তোমার;
আমি চাই, আমি চাইছি
মৃত্যু হোক তোমার আমার কাছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh