মহাসিন্ধু

মনোজিৎ মিত্র

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তোমার মুখ দেখা যায় না
তোমারে অল্প অল্প দেখা যাইতেছে 

তুমি দূরে দাঁড়ায়ে আছো 
সতর্ক পাখির মতোন 

বাতাসের গতিবেগ ঘণ্টায় ত্রিশ 
বৃষ্টির সম্ভাবনা নাই 

তোমার ওজন চুয়ান্ন দশমিক এক 
নান্দনিক হাড়-মাংস 

মানুষের মতো দেখতে বিধায় 
তোমারে খুন করা আইনত দণ্ডনীয় 

পশুজন্মের অপেক্ষা করি বরং 
তুমি নারীই থাইকো নধর 

বাস্তুসংস্থানে, খাদ্যশৃঙ্খলে 
জ্ঞানে, গরিমায় 

নয়নজলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh