নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান ক্ষমতাসীন দল আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন সরকার হিসেবে শপথ নেবে।

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের চার দিনের মাথায় নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh