এবার মাদ্রাসার ছুটিও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটি মাধ্যমিকের চেয়ে ১৬ দিন কম থাকায় সংক্ষুব্ধ হন শিক্ষকরা। পরে সেই ছুটি ১৬ দিন বাড়িয়ে ৭৬ দিন করা হয়। ২০২৪ সালে প্রাথমিকের সঙ্গে মিল রেখে সরকারি ও বেসরকারি মাদ্রাসার মোট ছুটি ৬০ দিন করা হয়। এর মধ্যে তিন দিন প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি। এবার মাদ্রাসার ছুটিও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদ্রাসার ছুটিও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্লাস-পরীক্ষার রুটিনসহ বিভিন্ন কারণে ছুটির ভিন্নতা থাকে। তবে মাদ্রাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সে অনুযায়ী, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকার কথা ছিল ৬০ দিন। তবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন বেশি ছুটি থাকায় প্রাথমিকের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh