উইজডেনের বর্ষসেরা ভারতের ৭ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:৪০ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১১:৪১ পিএম

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। ছবি: সংগৃহীত

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনের জন্য বেশ ঘটনাবহুল বছর ছিল ২০২৩ সাল। এই বছরে অনুষ্ঠিত হয় ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এক নির্দিষ্ট বছরে সবচেয়ে বেশি ওয়ানডেও অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালে।

গত বছর ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে  ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন।  

উইজডেনের ঘোষিত একাদশের মধ্যে রয়েছেন ৭ জনই ভারতীয় ক্রিকেটার। আর দ্বিতীয় সর্বোচ্চ দুজন জায়গা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে।

এছাড়া, একজন করে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে। উইজডেন বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। 

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, আইনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh