ফরিদপুর-৩

ঈগলের প্রচারণা ক্যাম্পে আগুন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত প্রচারণা ক্যাম্প। ছবি: ফরিদপুর প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত প্রচারণা ক্যাম্প। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী এ. কে আজাদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে আগুনের ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল। 

জানা যায়, রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন নির্বাচনী ক্যাম্পটিতে আগুন দেওয়া হয়।

ঈগল প্রতীকের ১ নং ওয়ার্ডের নির্বাচনে প্রচারণা ক্যাম্পের আহবায়ক মো. শহিদ উন নবী জানান, সকালে আজ বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। সাড়ে সাতটার দিকে খবর পাই আমাদের সেন্টারে আগুন দিয়েছে কে বা কারা। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশকে খবর দেই। 

তিনি আরো জানান, আমি ঘটনাস্থলে আসার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় আমাদের ক্যাম্প ও আশে পাশের বাড়ি ঘর। প্রতিপক্ষের লোকেরাই নির্বাচনে পরাজয় মেনে নিয়েই আমাদের বিভিন্ন সেন্টারে আগুন এবং কর্মীদের উপরে হামলা চালাচ্ছে।

ফরিদপুরের কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh