মহাসমাবেশ স্থগিতের কারণ জানাল হেফাজত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: ফাইল

হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: ফাইল

আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিতের কারণ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিবৃতিতে জানানো হয়, নির্বাচন-পূর্ব দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় দলটি। 

বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম সকল সিদ্ধান্ত সংগঠনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীলদের পরামর্শক্রমেই গৃহীত হয়ে থাকে এ নিয়ে অমূলক বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী জানান, মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে মহাসমাবেশ স্থগিতের বিষয়ে আমার অবগতি বা অনুমোদন ব্যতীত গৃহীত হয়েছে বলে উল্লেখ করা হয়, এমন সংবাদ প্রচার হওয়া খুবই দুঃখজনক।

শিগগির হেফাজতের নির্বাহী কমিটির বৈঠকে পরামর্শের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh