মহাসমাবেশ স্থগিত করল হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি- সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি- সংগৃহীত

দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকায় ২৯ ডিসেম্বর ডাকা মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ স্থগিতের কথা জানানো হয়।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা কিফায়াতুল্লাহ আজাহারীর সই করা বিজ্ঞপ্তিতে হয়েছে, হেফাজতে ইসলামের নীতিনির্ধারণী ফোরামের মুরব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

৮ ডিসেম্বর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজতের নেতা–কর্মীদের নামে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh