জবি ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাত্রদলের মিছিল। ছবি: জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাত্রদলের মিছিল। ছবি: জবি প্রতিনিধি

বিএনপির ডাকা সারাদেশে ১২ দফা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মিছিলে পুলিশ বাধা দেয়।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭.২০ টায় জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন পাটুয়াটুলি রাস্তায় করার কথা থাকলেও পুলিশের হামলার কারণে মিছিলটি ভঙ্গ হয়ে যায়, দ্বিতীয়বার ইসলামপুর করতে চাইলে টহল পুলিশের বাধার মুখে পরে। এর পরে তৃতীয়বার মিডফোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করতে সক্ষম হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিল ব্যাপারে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এই অবৈধ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, একদলীয় নির্বাচনের যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। বাংলাদেশের ১৮ কোটি জনগণকে সাথে নিয়ে বিএনপিসহ সকল বিরোধী দলের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে, অবৈধ সরকারের বানরের ভাগাভাগির নির্বাচন যেকোনো মূল্য প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি এম এ ফয়েজ, জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, মো. ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফুর রহমান আসিফ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান সহ-সাংগঠনিক সম্পাদক মামুন জামান, ফয়সাল মুরাদ, আয়াত, সদস্য রায়হান, আনোয়ার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh