ভোলায় নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ভোলা প্রতিনিধি

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনু পালোয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী খোলা জায়গায় অটোরিকশা চালক হারুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার করেন।

অন্য কোথাও অটোচালককে গলা কেটে হত্যা করে এই স্থানে ফেলে রেখেছে প্রাথমিকভাবে এমনটি ধারণা করছেন পুলিশ।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh