সব নেতার মুক্তির প্রস্তাবেও নির্বাচনে আসেনি বিএনপি: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ফাইল ছবি

একরাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও নির্বাচনে আসতে বিএনপি রাজি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, দেশকে স্থিতিশীল রাখতে পরিকল্পনার অংশ হিসেবেই জেলে রাখা হয়েছে বিএনপি নেতাদের। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।

ড. আবদুর রাজ্জাক বলেন, নির্বাচনে এলে ছাড় দেওয়ার প্রস্তাবে রাজি হয়নি তারা। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh