লিবিয়ায় নৌকাডুবে ৬১ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবে ৬১ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাতে এ খবর জানায় বিবিসি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, নৌকাটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর থেকে ছেড়ে এসেছিল। যাত্রা শুরুর পর বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৬১ অভিবাসী নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ আর বেঁচে নেই।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েছে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh