দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২০ এএম

বায়ুদূষণের শহরের তালিকায় শীর্ষস্থানটি আজ রয়েছে রাজধানী ঢাকা শহরের দখলে। প্রতীকী ছবি

বায়ুদূষণের শহরের তালিকায় শীর্ষস্থানটি আজ রয়েছে রাজধানী ঢাকা শহরের দখলে। প্রতীকী ছবি

দিনে দিনে ঢাকার বাতাস বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স- (আইকিউএয়ার)।

আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল নয়টার দিকে বায়ুদূষণের শহরের তালিকায় শীর্ষস্থানটি রয়েছে রাজধানী ঢাকা শহরের দখলে। ঢাকার স্কোর ২৩৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের চ্যাংডু শহর।

তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের শহর লাহোর রয়েছে একিউআই স্কোর ২০৬ নিয়ে। এছাড়াও ২০২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। আর পঞ্চম স্থানে থাকা কুয়েত সিটি কুয়েত রয়েছে একিউআই স্কোর ১৯৬ নিয়ে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারে দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ১৪ গুণ বেশি।

আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন।

উল্লেখ্য, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে, তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকায় গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh