আগামীকাল যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

বৃষ্টিপাত। ফাইল ছবি

বৃষ্টিপাত। ফাইল ছবি

ঘূর্ণিঝড় মিগজাউম ও মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজ কিছুটা কম থাকলেও আগামীকাল শনিবারও (৯ ডিসেম্বর) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেলের পর থেকে দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাত কমে আসলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় শনিবারেও বৃষ্টি থাকবে।

এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের প্রভাব কম রয়েছে। তবে দুই-এক দিনের মধ্যেই রাজধানীসহ সারাদেশে শীত পড়তে শুরু করবে। মাসের মাঝামাঝিতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

উল্লেখ্য, এদিকে গত ৪৮ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৬ মিলিমিটার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh