বরিশালে বাসচাপায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের লাশ। ছবি: বরিশাল প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের লাশ। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ এনা পরিবহনের বাসটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর কাঠিপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ শরীফ (৩২) গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বাসিন্দা ফারুক শরীফের ছেলে এবং সেনাবাহিনীর সাবেক সৈনিক ছিলেন।

এছাড়া আটক বাস চালক হুমায়ুন কবির (৪৮) বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন প্রতাপপুর এলাকার সেকান্দার আলী হাওলাদারের ছেলে।

তথ্য নিশ্চিত করে উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, সাবেক সেনাসদস্য ফুয়াদ ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে বরিশালে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে উজিরপুরের কাঠিপাড়া নামক স্থানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ভ-১১-১৪৭৯) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাবেক সেনাসদস্য ফুয়াদ শরীফের মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক বাস ও এর চালককে আটক করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। তাছাড়া মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh