বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ১৪০ মহিষ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

শুল্কমুক্ত মহিষ আমদানি। ছবি: বেনাপোল প্রতিনিধি

শুল্কমুক্ত মহিষ আমদানি। ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত মহিষের একটি চালান ভারত থেকে আমদানি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে মুরারা জাতের মোট ১৪০টি মহিষ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি এসব মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। এর মধ্যে দুধ উৎপাদনের জন্য ৬৯টি বড় গাভি, ৬৯টি বাছুর ও ২টি প্রজনন ষাঁড়সহ মোট ১৪০টি মহিষ বেনাপোল বন্দরে প্রবেশ করে। জেনটেক ইন্টারন্যাশনাল লি. নামে আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এসব মহিষগুলো আমদানি করেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৭২ দশমিক ৮৫ মার্কিন ডলার। যার কোন আমদানি শুল্ক নেই বলে জানান কার্গো শাখার রাজস্ব এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh