মহেশপুরে নবজাতকের ভ্রূণ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০১:১২ পিএম

ঝিনাইদহ উপজেলার মানচিত্র

ঝিনাইদহ উপজেলার মানচিত্র

ঝিনাইদহের মহেশপুরে পলিথিনে মোড়ানো কমপক্ষে ৬ মাস বয়সী এক নবজাতকের ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানিপাড়া ব্রিজের নিচ থেকে পলিথিনে মোড়ানো কিছু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নোয়ানিপাড়া ব্রিজের নিচে মাছ ধরার জন্য গেলে সেখানে ময়লার সঙ্গে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান তারা। কাছে গিয়ে বুঝতে পারেন এক নবজাতক আকৃতির মরদেহ মোড়ানো অবস্থায় পড়ে আছে। এতে উৎসুক জনতা ভিড় জমায়।

এই বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে মহেশপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ওসি আরো জানান, এটা কোনো লাশ না। একটা পাঁচ/ছয় মাসের ভ্রূণ কে বা কারা রাতের আঁধারে ফেলে গেছেন। এ ব্যাপারে তদন্ত হবে। পোস্টমর্টেমের ব্যবস্থা হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh