বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: ড. শাহদীন মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

ড. শাহদীন মালিক। ফাইল ছবি

ড. শাহদীন মালিক। ফাইল ছবি

নির্বাচনে বিএনপি না আসলে তা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে না মন্তব্য করে সংবিধান বিশেষজ্ঞ এবং সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, তাদের কিভাবে নির্বাচনে আনা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করাই শ্রেয়।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এমনটি জানান তিনি।

ড. শাহদীন মালিক সরকারকে পরামর্শ দিয়ে বলেন, এখানে ইসির থেকে সরকারের ভূমিকা বেশি। বিএনপির সব দাবি মেনে নিতে হবে আমি তা বলছি না, তবে সরকার অনেক কিছু ছাড় দিয়ে সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দিতে পারে। 

তিনি বলেন, সরকার সংসদ ভেঙে রাষ্ট্রপতির কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে পারেন, সংসদ ভাঙার পর ৩ মাস সময় থাকে নির্বাচনের। সেই সময় আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা যেতে পারে।

এর আগে সোমবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে ইসি রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে। সেই সঙ্গে ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh