একই আসনে নৌকা চান হাজী সেলিম পরিবারের তিনজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১:২২ পিএম

তিনটি ফরমই তোলা হয়েছে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে। ছবি- সংগৃহীত

তিনটি ফরমই তোলা হয়েছে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম ও তার দুই ছেলে। এর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিলগ্নে আবাও আলোচনায় এলো হাজী সেলিম পরিবার। 

আজ রবিবার (১৯ নভেম্বর) প্রতিনিধি পাঠিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনটি ফরম সংগ্রহ করে সেলিম পরিবার।

এর মধ্যে একটি নেওয়া হয়েছে হাজী মো. সেলিমের নামে। একটি তার বড় ছেলে সোলায়মান সেলিম এবং অপরটি ছোট ছেলে ইরফান সেলিমের নামে। তিনটি ফরমই তোলা হয়েছে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে।

সোলায়মান সেলিমের জনসংযোগ কর্মকর্তা কাওসার হাবিব গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

একই পরিবার থেকে তিনজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। দলীয় নেতাকর্মীরা বলছেন, হাজী সেলিমের বয়স হয়েছে। একই সঙ্গে তিনি দুদকের মামলার আসামি। ঢাকা নদীবন্দর এলাকার বিপুলসংখ্যক জায়গা দখলের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সব মিলে 'ক্লিন ইমেজ' না হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন এই সংসদ সদস্য৷

ফলে নিজের জায়গায় নিয়ে আসতে চান বড় ছেলে সোলায়মান সেলিমকে। ছেলেকে সংসদ সদস্য বানাতে চান হাজী সেলিম, বিষয়টি অনেক আগেই সামনে এসেছে। দীর্ঘদিন যাবৎ কোনো উপলক্ষ পেলেই নিজের সঙ্গে ছেলে সোলায়মান সেলিমের ছবি দিয়ে বিপুলসংখ্যক পোস্টার, ব্যানার করে প্রচার চালিয়ে আসছেন হাজী সেলিম। যা ঢাকা-৭ আসনের সীমানা পেরিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে৷

তবে সোলায়মান সেলিম ব্যবসায়ী। তার মনোনয়ন আটকে যাওয়ার মতো বেশ কিছু দিক আছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বাড়তি 'ব্যাকআপ' হিসেবে সেলিম পরিবার মনোনয়ন ফরম নিয়েছে ছোট ছেলে ইরফান সেলিমের নামেও।

ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর। সংসদ সদস্য নির্বাচন করতে হলে তাকে আগে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে হবে৷

এ বিষয়ে জানতে চাইলে পরিচয় প্রকাশ না করার শর্তে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক নেতা গণমাধ্যমকে বলেন, এই কাজটা (একই আসনে একই পরিবারের তিনজন মনোনয়ন ফরম নেওয়া) সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত। এগুলো উচিত না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh