দেওয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১০:২২ এএম

 মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। ছবি: প্রতিনিধি

মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেয়ালচাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা৷ নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। তিনি জানান, মাটির ঘরের দেয়ালচাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মাটি সরিয়ে নিহতদের উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh