যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। স্ত্রী ও একজন সফরসঙ্গী নিয়ে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

আজ রবিবার (১২ নভেম্বর) বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিতব্য ‘প্যাসিফিক এয়ার চিস সিম্পোজিয়াম ২০২৩’ এ যোগদান করবেন। সফরকালে সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমান বাহিনী প্রধান।

এসময় সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে ‘হিউম্যানিটারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)’এর উপর বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 

এছাড়াও ওই সিম্পোজিয়াম অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh