নৌকা প্রতীকে জাল ভোট: সেই আজাদ আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম

সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেন। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেন। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আজাদ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

আটক আজাদের বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‌জাল ভোটের ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোবাইল ফোন রেখে আজাদ আত্মগোপনে চলে যান। সে কোথায় ছিল, কীভাবে ছিল কিছুই জানা ছিল না। শনিবার খবর পেয়েছি শুক্রবার ভোরে ছাত্রলীগ নেতা মাসুদের বাসা থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে।

মাসুদের বোন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শাহানারা বেগম রুমি বলেন, পুলিশ পরিচয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। তারা এসময় আজাদকে তুলে নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বলেন, তদন্তের জন্য আজাদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাবেক ছাত্রলীগ নেতা আজাদ ব্যালট বইয়ে নৌকায় মার্কায় অনবরত সিল মারেন। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে আলাদাভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তদন্ত শেষে ইসিসহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে প্রতিবেদন কি দিয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই মুখ খুলেননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh