ঢাবি আইটি সোসাইটির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১১:৪২ এএম

নতুন কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন | ছবি : সংগৃহীত

নতুন কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন | ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিবিষয়ক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাইমিনুল হক মীম এবং সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দীন ভুঁইয়া নবীন। 

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় সংগঠনের অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ডিইউআইটিএস সদস্যরা। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের মডারেটর অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া। কমিশনার ছিলেন উপদেস্টা অধ্যাপক মোহাইমিন আস সাকিব, অধ্যাপক মামুনুর রশিদ, সাবেক সভাপতি আরিফ ইবনে আলী এবং কে এম ইমরান। 

নির্বাচনে সভাপতি ও সাধরাণ সম্পাদকের ২ টি পদে মোট ১০ জন প্রার্থী লড়াই করেন। নির্বাচন শেষে গঠিত ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি মাহবুব আছেম, মাহমুদা রুপা, তানজিমুল ইসলাম ফারদিন, আহমেদ আল ফাত্তাহ বৃন্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী হাসান, সানজিদা সুলতানা হৃদি, খন্দকার তাজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক ফারাহ উলফাত মোহিনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিয়া মোমেন, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল ফাররাহ, বহি:যোগাযোগ সম্পাদক ওয়াসিউল হক পান্থ, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক হাম্মাদুর রহমান সানিব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তপু, আবদুল্লাহ ভূইয়া, আসলা উল হুসনা, রুহী সাদিয়া অবনী, আকিউজ্জামান কোয়েল, নাজমুস সাকিব শান্ত এবং সুমাইয়া সুলতানা শশী। 

নির্বাচনে পর গঠিত নতুন কার্যকরী কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh