অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

কোনো অপরাধ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। ভিডিও ফুটেজে যাদের অপরাধ করতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রধান বিচারপতির বাড়িতে ঢুকেছে, বিচারকদের জাজেজ কোয়ার্টারে ঢিল ছুড়েছে, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যা করেছে; সেসব ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের ধরা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন মঞ্চে যারা বসেছিলেন তারা দায় এড়াতে পারেন না। তারা সেদিন পুলিশ হত্যা করেছে, নিরীহ মেয়েদের লাঠিপেটা করেছে, প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ করেছে, সাংবাদিকদের ওপরে চড়াও হয়েছে। যেখানে যা পেয়েছে সেখানে অগ্নিসংযগ করেছে- এটা আন্দোলন নয়। এটা কোনোদিন নেওয়া যায় না।

তিনি বলেন, মঞ্চে সেদিন বর্ষীয়ান নেতারাও বসেছিলেন। আমরা ভেবেছিলাম তারা এতদিনের অভিজ্ঞ নেতা তারা এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করবেন। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, সেখানে কিছু দুষ্কৃতকারী এর মধ্য থেকে এসব করেছে- এ রকম একটা কিছু বলবে। কিন্তু তারা সেটা না করে তারপরের দিন আরও কঠোর আন্দোলন হরতাল ঘোষণা করল।

তিনি আরও বলেন, কঠিন কর্মসূচির প্রথম প্রহরেই আমরা দেখলাম বাসের মধ্যে ঘুমিয়ে থাকা শ্রমিকসহ বাসটি পুড়িয়ে দেওয়া হলো। তারপর দেখলাম অনেকগুলো বাস পার্কিং করা ছিল-সেগুলোও পুড়িয়ে দেওয়া হলো। তারা ২৮ তারিখ সমাবেশের সময় ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করল না; উল্টো কঠোর কর্মসূচি দিল। তারপর যানবাহন পোড়ানো শুরু হলো, মানুষ পোড়ানো হলো। এসবের দায় তো তারা এড়াতে পারেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh