৯ দিনে ঢাকায় বিএনপির ১৫৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

ডিএমপির লোগো। ফাইল ছবি

ডিএমপির লোগো। ফাইল ছবি

মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিনে বিএনপির ১ হাজার ৫৫৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত ৯ দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১০২টি।

আজ সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেপ্তার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং সর্বশেষ গতকাল ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মোট ৯ দিনে গ্রেপ্তারের সংখ্যা ১৫৫৪ জন।

রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh