ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো লাতিন আমেরিকার দুই দেশ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি করেছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি করেছে। ছবি: সংগৃহীত

গাজায় সামরিক হামলা অব্যাহত রাখার জেরে এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল লাতিন আমেরিকার দুই দেশ কলম্বিয়া ও চিলি।

এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়া।

এরপর সেদিন রাতেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র ও চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক পৃথকভাবে তাঁদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে প্রত্যাহারের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তাঁরা নিজ নিজ দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হবে বলে জানান।

এদিকে জর্ডানও ইসরায়েল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

দেশটি অভিযোগ করে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি করেছে। একই সঙ্গে ইসরায়েলকেও জর্ডান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh