২০ শর্তে ঢাকায় মহাসমাবেশের অনুমতি পেল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

২০ শর্তে আগামী ৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহসমাবেশের অনুমতি দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে গত শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র ও যুব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৩ নভেম্বর রাজধানীতে মহসমাবেশের ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh