কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম

নাশকতা মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- সংগৃহীত

নাশকতা মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- সংগৃহীত

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও জেলা যুবদলের সহ-সভাপতি মেজবাউর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের আলফামোড় এলাকার নিজ বাড়ি থেকে সোহরাব উদ্দিনকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই সময় সৈয়দ মেহেদী আহমেদ ও মেজবাউর রহমানকে জেলা বিএনপি কার্যালয় থেকে আটক করে নিয়ে যায় সদর মডেল থানা পুলিশ। এছাড়াও রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে পুলিশ আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী,  অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও মেজবাউর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আশিকুর রহমান বলেন, বিএনপির অবরোধ কর্মসূচিতে নাশকতার প্রস্তুতিকালে হাত বোমা,লোহার রড লাঠিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই দুই নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে।

এর আগে গত রবিবার কুষ্টিয়ায় বিএনপির ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh