মহাখালীতে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম

আগুন লাগার পর দেয়ালের কাচ ভেঙ্গে পাশের ভবনে যাচ্ছেন কয়েকজন। ছবি: সংগৃহীত

আগুন লাগার পর দেয়ালের কাচ ভেঙ্গে পাশের ভবনে যাচ্ছেন কয়েকজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে। সবশেষ নিহত দুইজন হলেন রফিকুল ইসলাম (৬২) ও আকলিমা রহমান (৩১)। 

গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল পেশায় প্রকৌশলী। তিনি সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। এই প্রতিষ্ঠানের কার্যালয় ছিল খাজা টাওয়ারের ১৩তলায়। আর আকলিমা ভবনটির নবম তলায় একটি কল সেন্টারে কাজ করতেন।

এর আগে সন্ধ্যায় এ ঘটনায় হাসনা হেনা (২৭) নামের এক নারীর মৃত্যু হয়। হাসনা হেনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রেস অনলাইন লিমিটেডের সেলস ইনচার্জ ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আকলিমার লাশ ১১ তলা থেকে বডি ব্যাগে করে নামিয়ে আনা হয়।

বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪ তলা ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh