রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ছয় সদস্যের প্রতিনিধিদল। ছবি: সাম্প্রতিক দেশকাল

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ছয় সদস্যের প্রতিনিধিদল। ছবি: সাম্প্রতিক দেশকাল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। তার নেতৃত্বে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ছয় সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজারে পৌঁছায়। এরপর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। সেখানে ক্যাম্প পরিস্থিতি পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তারা আবার কক্সবাজার ফিরে যান। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আফরিন আখতার তার প্রতিনিধিদল নিয়ে উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টারে যান। তারা সেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম দেখেন। পরে রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

মিজানুর রহমান জানান, আফরিন আখতার দুপুরে ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন। বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh