চিকিৎসার জন্য ভারতে সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। ফাইল ছবি

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। ফাইল ছবি

শুক্রবার (১৩ অক্টোবর) সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ চিকিৎসার জন্য ভারতে গমন করেছেন। সেখানে তার কানে একটি অস্ত্রোপচারের কথা রয়েছে। তার স্ত্রী ও একমাত্র কন্যা এ সময় তার সঙ্গে অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।  

মূলত কার্ডিয়াক চেকআপ ও স্টেপডেকটোমি (Stapedectomy) সার্জারি করাতে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখানকার ভেলোরের সিএমসি হাসপাতালে ইলিয়াস উদ্দিন পলাশের কানে এই অস্ত্রোপচারের কথা রয়েছে।  

এ প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর কোন জটিলতা না দেখা দিলে অস্ত্রোপচারের তারিখ জানানো হবে। 

এদিকে, ইলিয়াস উদ্দিন পলাশের পাঠানো এক বার্তায় তিনি তার শারীরিক সুস্থতার জন্য আত্মীয়-পরিজন, বন্ধুমহল, পাঠকসমাজ, শুভানুধ্যায়ী ও তার দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন । 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh