ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পিএম

এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ছবি: সংগৃহীত

এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ছবি: সংগৃহীত

জাপানে ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলের দ্বীপগুলোতে এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বেলা ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার প্রাথমিক ভূমিকম্পের পর এই সতর্কতা দেয়া হয়। টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh