মালদ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

মো. ওমর ফারুক, মালদ্বীপ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারো মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানে কসিদায়ে বুড়দা পাঠ করেন প্রবাসী বাংলাদেশি মাওলানা মোমিন উল্লাহ। দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, সহ-সভাপতি মনির হোসেন, এনবিএল মানি ট্রান্সফারের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মাসুদুর রহমা, আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

এর আগে প্রবাসীদের উপস্থিতিতে রাতে মাভিয়া মাগু মসজিদে কারী মো. আবদুল আজিজ আল আবেদীর নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh