এশিয়ান গেমস: ফুটবল দিয়ে বাংলাদেশের মিশন শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

হাংঝুর দিয়াঞ্জিকেজি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে ফুটবল দল। ছবি: সংগৃহীত

হাংঝুর দিয়াঞ্জিকেজি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে ফুটবল দল। ছবি: সংগৃহীত

আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে হাংঝু এশিয়ান গেমসের উদ্বোধন হবে। তবে, পুরুষদের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের তিন দিন আগে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। অলিম্পিক গেমসের পর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্পোর্টস কার্নিভাল এশিয়ান গেমসে। এবার এশিয়ার ৪৫টি দেশের প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ ৬১টি ক্রীড়া বিভাগে ৪৮১টি ইভেন্টে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ২৪০ সদস্যের বাংলাদেশ দলের প্রথম অংশ গত শনিবার (১৬ সেপ্টেম্বর) চীনের হাংঝু পৌঁছায়। পুরুষ ফুটবল টিম সোমবার দ্বিতীয় দিনের মতো হাংঝুর দিয়াঞ্জিকেজি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করে।

মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ১৯তম হাংঝু এশিয়ান গেমসে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। চীনের হাংঝু শহরের জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ফুটবল ম্যাচ।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় হাংঝু এশিয়ান গেমসে, অ্যাথলেটিক্স, ধনুর্বিদ্যা (আর্চারি), বক্সিং, ক্রিকেট, দাবা, ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, ভারোত্তোলন, কারাতে, জিমন্যাস্টিকস, ফেন্সিং, ব্রিজ, গলফ ও তায়কোয়ান্দোসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ।

এদিকে, এশিয়ান গেমস নারী ফুটবলে প্রথমবারের মতো অভিষেকের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে হাংঝুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২২ সেপ্টেম্বর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপান, ২৫ সেপ্টেম্বর শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনাম ও ২৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

দাবা গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh