টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

বাংলাদেশ সরকার। ফাইল ছবি

বাংলাদেশ সরকার। ফাইল ছবি

আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। এরপরের দুই দিন ২৯ সেপ্টেম্বর (শুক্র) ও ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতি-শুক্র-শনিবার মিলিয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় ২৮ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আকাশে শুক্রবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার শেষে শুরু হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। 

প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিন ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 

বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনটিতে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh