নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজ। ছবি: নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজ। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলব্রিজ দিয়ে তিনি এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন, হঠাৎ উত্তরা এক্সপ্রেস ট্রেন চলে আসে। একপর্যায়ে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের স্প্যানের ওপরে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh