সেরা উদ্ভাবকের দুই পুরস্কার জিতল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০১:২৫ পিএম

ছবি: বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সেরা উদ্ভাবক হিসাবে দুটি মর্যাদাপূর্ণ ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। গার্ডিয়ান লাইফ তাদের ‘ডিজিটাল ক্যান্সার কেয়ার’ পরিকল্পের জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে “ফিনটেক ইনোভেশন অফ দ্যা ইয়ার ২০২৩ অ্যাওয়ার্ডে” ভূষিত হয়েছে।

এছাড়াও গার্ডিয়ান লাইফ  ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগে সেরা উদ্ভাবক হিসেবে “আরএমজি কর্মীদের জন্য ডিজিটাল বীমা" পরিকল্পের জন্যে সম্মানসূচক অ্যাওয়ার্ড অর্জন করেছে।

গত ২৬ আগস্ট ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গার্ডিয়ান লাইফ কর্তৃপক্ষের কাছে পুরষ্কার দুটি তুলে দেন। 

দেশের প্রথম ডিজিটাল ক্যান্সার পরিকল্প হিসেবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ গ্রাহকদের বিস্তৃত পরিসরে ক্যান্সার চিকিৎসায় আর্থিক সীমাবদ্ধতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত এই  ক্যান্সার কেয়ার প্ল্যান একটি সম্পূর্ণ ডিজিটাল বীমা পরিকল্প যা ঘরে বসে কোন ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে ক্রয় করা যায়। সর্বোচ্চ চিকিৎসা সেবা গ্রহণের জন্য আর্থিক নিরাপত্তা ছাড়াও ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ারের’ পলিসি হোল্ডাররা গার্ডিয়ানের সুবিস্তৃত নেটওয়ার্ক হাসপাতাল ও ডায়গস্টিক সেন্টারে ডিস্কাউন্ট সুবিধা ভোগ করতে পারেন। 

এছাড়াও, গার্ডিয়ান লাইফ ও বিকাশ এর যৌথ উদ্দ্যোগে প্রবর্তিত “আরএমজি কর্মীদের ডিজিটাল” পরিকল্পের জন্য গার্ডিয়ান লাইফকে ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভগে সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এটি গার্মেন্টস শ্রমিকদের একটি বিশেষায়িত ডিজিটাল বীমা সেবার আওতায় নিয়ে আসার সুযোগ করে দিয়েছে। গার্ডিয়ান লাইফ ও বিকাশ ২০২১ সাল থেকে অত্যন্ত সফলভাবে এই পরিকল্প পরিচালনা করে আসছে।

গার্ডিয়ান লাইফ তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান ও চাহিদার কথা মাথায় রেখে উদ্ভাবনী সব পরিসেবা নিয়ে আসতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh