চুয়াডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১১:০৪ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান অনুষ্ঠান। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান অনুষ্ঠান। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অসহায় দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৭ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১০৩টি পরিবারকে ১০৩ বান ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh