মেঘনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১, উদ্ধার ২৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম

তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। ছবি: নোয়াখালী প্রতিনিধি

তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে, এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।  

নিখোঁজ ব্যক্তি নাম মো. শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝামাঝি আসতেই ইঞ্জিনচালিত নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরবর্তীতে পাশে থাকা আরেকটি নৌকা ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্ত এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।  

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, আজকে নদী উত্তাল রয়েছে।  তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh