সাত নবজাতককে হত্যাকারী নার্সের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম

ব্রিটিশ নার্স লাকি লেটবি। ছবি- সংগৃহীত

ব্রিটিশ নার্স লাকি লেটবি। ছবি- সংগৃহীত

সাত নবজাতককে হত্যার অপরাধে ব্রিটিশ নার্স লাকি লেটবিকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাজ্যের একটি হাসপাতালে ২০১৫-২০১৬ সালের মধ্যে এই শিশুদের হত্যা করেন তিনি। 

আজ সোমবার (২১ আগস্ট) এই শিশু হত্যাকারীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় ম্যানচেস্টারের আদালত। তার বিরুদ্ধে আরো ছয় শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ আছে। 

আদেশে বিচারক জেমস গুস বলেছেন, প্রত্যেকটি অপরাধের জন্যই তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে।

জানা যায়, শিশুদের শ্বাসরোধসহ নানাভাবে হত্যা করেছেন তিনি। নিজেকে শয়তান আখ্যা দিয়ে তিনি একটি নোটে লিখেছেন, শিশুদের যত্ন করার মতো ভালো মানুষ তিনি নন। 

রাতের শিফটে কাজ করার সময় লুসি একের পর এক শিশুকে হত্যা করেছেন বলে জানা গিয়েছে। এরপরই ওই নার্সকে গ্রেপ্তার করা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh