মেসির সামনে ৪৫তম শিরোপা জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০১:৫৩ পিএম

লিওনেল মেসি।

লিওনেল মেসি।

লিগস কাপের শিরোপা ঘরে তোলার রেশ না কাটতেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সামনে এবার ইউএস ওপেন কাপের শিরোপা জয়ের হাতছানি।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। এবারের ইউএস ওপেন কাপের সেমিফাইনালে বুধবার (২৩ আগস্ট) সিনসিনাতি এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাতিরর মাঠ টিকিউএল স্টেডিয়ামে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। মেসির হাতে উঠে যাবে ৪৫ নম্বর শিরোপা।

এর আগে, রবিবার লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে হারানোর মধ্য দিয়ে ৪৪তম শিরোপা জিতে মেসি।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি মায়ামির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। মেজর লিগ সকারের তলানির দল হিসেবে মায়ামি টানা তৃতীয় মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। মেসির আগমনে পুরো দৃশ্যই পাল্টে গেলো। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে লিগস কাপের শিরোপা ঘরে তুলে মেসির মায়ামির স্বপ্ন এখন ইউএস ওপেন কাপ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh