আমরা হত্যার রাজনীতি করি না, শিকার হই: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কেউ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়, কাউকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। 

আজ সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্টের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। জিয়া পরিবারই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এ ধরনের হামলা করে

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে ওখনো সরে যায়নি বিএনপি। মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখতে বিএনপিকে রুখতে হবে। রাজনৈতিক আন্দোলনের এদের মাধ্যমে পরাজিত করতে হবে।

তিনি বলেন, একুশে আগস্ট…আমরা যারা বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমরা যারা শেখ হাসিনার সহকর্মী এবং কর্মী, আমাদের সবার হৃদয়ে আজ রক্তক্ষরণ। আমাদের সবার চোখে আজ হারানোর বেদনার অশ্রু ঝরে বারে বারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh